বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের ন্যায্য দাবির আংশিক পূরণ হয়েছে। তবে দলটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার কার্যকর হলেই দাবির পূর্ণতা আসবে।
শনিবার (১০ মে) দিবাগত রাতে রাজধানীর মগবাজারে দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারও প্রতি অন্যায় হোক, জামায়াত তা চায় না। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিল, সেটিই বাস্তবে পরিণত হয়েছে।
ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থাকলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। এই ঐক্যই একসময় ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করবে।
এর আগে শনিবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি আজ একাট্টা।
-68204940201b3.jpg)
ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।