× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ- শরীফ ওসমান হাদি

ডেস্ক রিপোর্ট

০৯ মে ২০২৫, ২১:৪২ পিএম । আপডেটঃ ০৯ মে ২০২৫, ২১:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পরিণত হয়েছে আন্দোলনরত ছাত্র-জনতার গর্জনে উত্তাল এক কেন্দ্রস্থলে। আজ (৯ মে) বিকেল থেকে সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ‘ব্যান করো, ব্যান করো—আওয়ামী লীগ ব্যান করো’—এই স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা।

এই আন্দোলনের প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাহবাগে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।

এক অন্য পোস্টে তিনি বলেন, যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ।

শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে সেখানে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিস্থিতি। অনেকের মতে, এতে যেন ফিরে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলো, যা ‘জুলাই আন্দোলন’ নামে ইতিহাসে পরিচিত।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল দৃশ্যমান। উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

বিকেল সাড়ে ৪টার পর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.