× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগকে দুপুরের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে- ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট

০৯ মে ২০২৫, ১৩:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ (৯ মে) দুপুরের মধ্যে এই ঘোষণা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ড. মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র-জনতাই আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ দাবির প্রেক্ষিতে আজ যমুনার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজ এটি শুধু একটি দলের দাবি নয়, বরং সব দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ দাবি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ জেগে উঠেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়। এটা দেশের জন্য শুভ লক্ষণ নয়।

নিজের বক্তব্যে তিনি ৫ আগস্টের আন্দোলনের উদাহরণ টেনে বলেন, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বিজয় এনেছিল, তারাই আজ এখানে এসেছে। এবারও তারা বিজয় না নিয়ে যাবে না।

তিনি দাবি করেন, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে আসিনি, এসেছি ১৮ কোটি মানুষের প্রতিনিধি হয়ে। আমরা চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদের ঘরে ফেরার পথ সুগম করা হোক।

এদিকে, গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি এখনো চলমান রয়েছে। এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.