× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ নিষিদ্ধসহ চার দফা দাবিতে শাহবাগে শহীদি সমাবেশ

ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই গণহত্যাসহ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে 'শহীদি সমাবেশ'। শুক্রবার দুপুর ৩টার পর জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ থেকে সংগঠনটি চার দফা দাবি উত্থাপন করেছে। তাদের প্রধান দাবি, আগামী ১০০ দিনের মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় অথবা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দ্বিতীয় দাবিতে বলা হয়, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে জাতিসংঘের সহায়তায় একটি আন্তর্জাতিক মানের তদন্ত কমিশন গঠন করে নিহতদের তালিকা প্রকাশ এবং বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়।

তৃতীয় দাবিতে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরা হয়। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করে সুপারিশসমূহ বাস্তবায়ন করতে হবে।

চতুর্থ ও শেষ দাবিতে দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের প্রতিশ্রুতি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, এই চার দফা দাবির পক্ষে আগামী ১০০ দিন দেশের ৬৪টি জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) 'মার্চ ফর বাংলাদেশ' কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.