আওয়ামী লীগের বিচার কার্যক্রমে ধীরগতির অভিযোগ এনে দলটিকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বর্তমান সরকার ও বিচার বিভাগকে স্পষ্ট করে বলতে চাই—আওয়ামী লীগের বিচারের যে ধীরগতি আমরা দেখছি, তা গ্রহণযোগ্য নয়। আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো স্পষ্ট বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচার দ্রুত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।
তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত রাজনৈতিক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, মাওনার মাটিতে আবার রক্তের বন্যা বয়ে যেতে পারে। জনগণই ঠিক করবে কীভাবে আওয়ামী লীগের বিচার হবে। আর যদি এতে রক্তপাত হয়, তার দায় সরকারের ওপরই বর্তাবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, শ্রীপুর উপজেলা শাখার নেতা আবু রায়হান মিসবাহসহ স্থানীয় নেতারা।
আব্দুল্লাহ আল মুহিম বলেন, মাওনার রাজপথে এখনো শহীদদের রক্তের দাগ রয়ে গেছে, অথচ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। আমাদের ভাইয়েরা এখানে শহীদ হয়েছেন। তাদের রক্তের বদলা নিতে হবে। যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, ততদিন আমরা রাজপথে থাকব। হয় এনসিপি থাকবে, না হয় আওয়ামী লীগ—দুইটা একসঙ্গে চলতে পারে না।
এর আগে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মাওনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।