× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’র আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২৫, ১৩:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনে্র (নিসচা) প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির যাত্রা ঘোষণা করা হয়।

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে যাত্রা শুরু করা দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। দলটির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। অনুষ্ঠানে দলটির উদ্দেশ্য ও রাজনৈতিক দর্শন তুলে ধরে জানানো হয়, দলটি মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাকে নিজেদের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে।

রাজনীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনীতি তাঁর কাছে নতুন কিছু নয়। তিনি বহুদিন ধরে জনগণের সেবায় কাজ করে আসছেন। এবার সেই সেবামূলক কর্মকাণ্ডকে একটি সংগঠিত কাঠামোর মধ্যে আনতে চান। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইলিয়াস কাঞ্চন আরও জানান, জনতা পার্টি বাংলাদেশ গঠনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। এই দলে রয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাবেক আমলা ও সমাজকর্মীরা। তাঁর দাবি, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা দিন দিন কমছে, আর এই পরিস্থিতিতে মানুষ বিকল্প নেতৃত্বের সন্ধান করছে। জনতা পার্টি বাংলাদেশ সেই বিকল্প শক্তি হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং নির্মল চক্রবর্তী।

এছাড়াও, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন এম আসাদুজ্জামান এবং যুগ্ম মহাসচিব হিসেবে আছেন অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু। দলটির সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নূরুল কাদের সোহেল এবং সহ-সমন্বয়কারী হিসেবে আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.