ছবিঃ সংগৃহীত।
রংপুর শিল্পকলা একাডেমিতে আজ (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ এবং জনসম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সেখানে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতাদের গাড়িবহর ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। রুমিন বলেন, নতুন ধারার রাজনীতি কেমন, যেখানে দল গঠনের আগেই কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়? একেকজনের গাড়িবহরে ১৫৫ থেকে ১৬০টি গাড়ি দেখা যায়—এই বিপুল অর্থ কোথা থেকে আসে?
আসন্ন
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে রুমিন বলেন, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। তবে তিনি আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান
জানিয়ে বলেন, আমাদের লড়াইয়ের মাঠ এখন অনেক বেশি কঠিন ও বিপদসংকুল। আত্মবিশ্বাস
থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক হতে পারে।
তিনি
আরও বলেন, আপনারাই বিএনপির প্রতিচ্ছবি। আপনারা এমনভাবে চলুন যেন মানুষ আপনাদের দেখে অনুপ্রাণিত হয়, বিএনপিকে ভালোবাসে এবং শক্তি জোগায়।
নির্বাচন
ও গণতন্ত্র প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার করে রুমিন জানান, বিএনপি কখনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় যায়নি, সমর্থনও করে না। ভবিষ্যতেও বিএনপি জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই
ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, বিএনপি ১৭ বছর ধরে
নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের
দাবিতে আন্দোলন করছে। এখনো সেই আন্দোলন চলছে, কারণ দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই, আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত
এই লড়াই চলবে।
আওয়ামী
লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা সবসময় বিরোধীমত দমন করেছে। মানুষকে কথা বলতে দেয়নি, গ্রামে থাকতে দেয়নি, মামলা-হামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। সেই কারণেই তারেক রহমান আজও দেশে ফিরতে পারেননি, আর ৭৬ বছর
বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি
দাবি করেন, ১৭ বছরের আন্দোলনের
ফলেই আওয়ামী লীগের পতন ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান—এই তিন নাম
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। এই পরিবার ভালো
থাকলে, দেশ ও জনগণও ভালো
থাকে।
নতুন
বাংলাদেশ ও সংস্কারের ধারণা
নিয়ে তিনি বলেন, বিভিন্ন দল এ বিষয়গুলো
কথায় কথায় ব্যবহার করলেও এগুলোর প্রকৃত জনক বিএনপি এবং এর স্বপ্নদ্রষ্টা তারেক
রহমান।
কর্মশালায়
আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন,
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্যসচিব আনিছুর রহমান লাকু।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh