বিএনপির
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে সংস্কার মানুষের
প্রয়োজন, তার বাইরের অপ্রয়োজনীয় সংস্কারের কোনো দরকার নেই। দেশের মানুষের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা শেষ করেই
নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন ছাড়া বিকল্প কিছু নেই।
আজ
(২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় এসব
কথা বলেন তিনি।
মির্জা
আব্বাস বলেন, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচনও চাই। কিন্তু রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে এখন নানা ষড়যন্ত্র চলছে। যারা এই ঐক্য ধ্বংস
করতে চায়, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে আবারও ভারতের আধিপত্যবাদী চক্রান্তের মুখে ঠেলে দেওয়া।
তিনি
দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধ করতে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। রাজনৈতিক ঐক্যই একমাত্র শক্তি, যা দিয়ে আমরা
এই দেশকে সুরক্ষিত রাখতে পারি।
আলোচনায়
ড. ইউনূস প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনে আওয়ামী লীগের যেসব দোসর রয়েছেন, তারা ড. ইউনূসকে সঠিক
পথে পরিচালিত হতে দিচ্ছেন না। তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি
অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই লোকদের থেকে
সতর্ক থাকতে হবে। প্রশাসনে গোপন চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আলোচনাসভায়
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও প্রশাসনিক ভূমিকা
নিয়ে আরও আলোচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।