× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারভেজ হত্যা; জনগণকে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক

ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৫, ১৩:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। কিছু ব্যক্তি গ্রেপ্তার হলেও যদি কেউ এখনো ধরা-ছোঁয়ার বাইরে থেকে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, যদি প্রশাসনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব।

গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ ছুরিকাঘাতে নিহত হন। সংঘর্ষটি শুরু হয় বিকেল ৪টার পর, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। ঘটনার এক পর্যায়ে ইংরেজি বিভাগের কয়েকজন ছাত্রের ছুরিকাঘাতে নিহত হন পারভেজ।

নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.