× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে- নাহিদ

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবেএমন দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নানা কারণে এই স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা অতীতে সফল হয়নি। তবে জুলাই সনদের বাস্তবায়ন যাতে ব্যর্থ না হয়, সে বিষয়ে এখন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ (২০ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খেলাফত মজলিসের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আলোচনায় নাহিদ ইসলাম বলেন, ভিন্ন রাজনৈতিক দলের মাঝে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে আমরা মনে করি, বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। মতপার্থক্য থাকলেও সেটিকে আমরা অনৈক্য হিসেবে দেখছি না, যার সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তিগুলো মাথাচাড়া দিতে পারে।

তিনি আরও জানান, এনসিপি সব ধরনের সংলাপে অংশ নিচ্ছে। দলটি কেবল আনুষ্ঠানিক সংলাপেই নয়, বরং অনানুষ্ঠানিক আলোচনাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রয়োজনে মাঠে যুগপৎ আন্দোলনের বিষয়েও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।

এক প্রশ্নের জবাবেবিচার প্রক্রিয়ায় ব্যক্তিকেন্দ্রিক নাকি দলগত বিচারের ওপর এনসিপি গুরুত্ব দিচ্ছেনাহিদ ইসলাম বলেন, ব্যক্তিদের বিচারের বিষয়টি স্বাভাবিক জরুরি। তবে আমরা মনে করি, দলগতভাবে বিচার হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। জুলাই গণহত্যা একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে আওয়ামী লীগ দলগতভাবে নেতৃত্ব দিয়েছে। সেই হিসেবে দলগত বিচারও হওয়া উচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.