× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না'

ডেস্ক রিপোর্ট

১৫ এপ্রিল ২০২৫, ১৯:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সতর্কবার্তা দিয়েছেন কম্প্রোমাইজের রাজনীতি করা নেতাদের উদ্দেশ্যে। আজ (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে হাসনাত লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং আপসকামী রাজনীতির বিরোধিতাকেশিষ্টাচারবহির্ভূতবলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

তিনি আরও লিখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছিঅতি শিগগিরই আওয়ামী লীগকে নিয়ে স্পষ্ট সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।

হাসনাত আবদুল্লাহ তার বার্তার শেষাংশে আরও স্পষ্ট করে বলেন, আমি যদি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করি, তা আপনারা নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.