ছবিঃ সংগৃহীত।
সব ধরনের যুদ্ধবিধি ও আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় ইবলিস ও মহাশয়তান হচ্ছেন নেতানিয়াহু, যিনি গাজায় রক্তের বন্যা বইয়ে দিচ্ছেন।”
আজ (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে লাখো মানুষের জমায়েতে তিনি বলেন, “আমরা গাজাকে মুক্ত এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত থেমে যাবো না। হয় আমরা ফিলিস্তিনকে স্বাধীন করবো, নয়তো ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের মতো শাহাদাতকে হাসিমুখে বরণ করবো। মুসলমানদের সামনে এর কোনো বিকল্প পথ নেই।”
সেলিম উদ্দিন আরও বলেন, ইসরায়েলের বর্বরতা অতীতের সব সীমা অতিক্রম করলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো কেবল বিবৃতি দিয়েই নিজেদের দায় সেরেছে। তিনি অভিযোগ করে বলেন, মুসলিম বিশ্বের নামে প্রতিষ্ঠিত সংস্থা ওআইসি এখন পুরোপুরি নিষ্ক্রিয়, বরং নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তার ভাষায়, “এই মাজাভাঙা, অকার্যকর ও নামমাত্র সংগঠন দিয়ে ইসলাম ও মুসলমানদের কোনো কল্যাণ সম্ভব নয়। এখন সময় এসেছে মুসলিম উম্মাহর জন্য নতুন একটি কার্যকর প্ল্যাটফর্ম গঠনের।”
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ার করে বলেন, “গাজায় হত্যা-নিধনের নির্মমতা অবিলম্বে বন্ধ করুন। না হলে আপনিসহ পুরো ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।”
সেলিম উদ্দিন বলেন, মুসলিম বিশ্ব ও অধিকাংশ আত্মসচেতন রাষ্ট্র এবং জনগণ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য সংকটের কোনো স্থায়ী সমাধান নেই। কিন্তু বর্বর জায়নবাদীরা গাজা থেকে ভূমিপুত্রদের বিতাড়নের ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানরা জীবিত থাকতে এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেবে না,”—জোর দিয়ে বলেন তিনি।
তিনি বলেন, “প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবো।” একইসঙ্গে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। অন্যথায় শান্তিকামী বিশ্ববাসী এসব সংস্থা থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “ইসরায়েলের দখলদার বাহিনী গাজায় যে নৃশংসতা চালাচ্ছে, তা বিশ্বমানবতার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এই নির্মমতার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজায় হামলা বন্ধ না হলে শুধু ‘মার্চ ফর গাজা’ নয়—বিশ্ব মুসলমানরা এবার ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করবে।” সেই সঙ্গে ইহুদিবাদী সকল ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় সমাবেশস্থলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা, জামাল উদ্দিন এবং মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh