× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো- জিএম কাদের

ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২৫, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, “ফিলিস্তিনিদের স্বার্থে আমাদের কী করতে হবে, তা সরকার ঠিক করে দিক। আমরা ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো। আমরা চাই, ফিলিস্তিনিরা মানুষ হিসেবে বাঁচার অধিকার পাক।

আজ (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফিলিস্তিনের প্রতি সংহতি ইসরায়েলের হামলার প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশ থেকে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেয় জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছেবিশ্ব বিবেক কীভাবে চুপ থাকতে পারে? আমাদের মনুষ্যত্ব কি হারিয়ে গেছে? ফিলিস্তিনিদের সকল ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “বর্তমান সরকারের আমলে বহু মানুষ নতুন করে বেকার হয়েছে। এই বেকার ক্ষুধার্ত মানুষদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকারের ঘনিষ্ঠ মহল। তাদের দিয়ে মানুষকে ভয় দেখানো, হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “ফিলিস্তিন সমর্থনে আয়োজিত কিছু মিছিলে লুটপাট, ভাঙচুর আত্মসাতের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মাধ্যমে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা চলছে। কিন্তু আমরা এসব ভয়-ভীতি পরোয়া করি না।

আন্দোলনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জিএম কাদের বলেন, “যারা দূরে আগুন লাগিয়ে ভাবছেন নিজেরা নিরাপদ, তারা ভুল করছেন। এই আগুন একদিন তাদের ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে, তা অবশ্যই শেষ হবে। আমরা সব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.