বিএনপির
প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি
জিয়াউর রহমান জীবিত থাকলে ইসরায়েল কখনো ফিলিস্তিনের ওপর এভাবে বর্বর হামলা চালানোর সাহস পেত না—এমন মন্তব্য
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর
নয়াপল্টনে আয়োজিত ফিলিস্তিন সংহতি র্যালিতে অংশ
নিয়ে তিনি এ কথা বলেন।
র্যালিটি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে আয়োজন করে বিএনপি।
মির্জা
আব্বাস বলেন, “ইরাক-ইরান যুদ্ধের সময় যেভাবে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, তেমনভাবে আজ তিনি বেঁচে
থাকলে ফিলিস্তিনের পক্ষে কার্যকর ভূমিকা রাখতেন। তখন ইসরায়েল এমন বর্বরতা চালাতে সাহস পেত না।”
তিনি
আরও বলেন, “ইসরায়েল শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না, তাদের লক্ষ্য সারা বিশ্বের মুসলমানদের ধ্বংস করা। অথচ মুসলিম বিশ্বের বড় বড় নেতারা
এখনো নীরব। এটা অত্যন্ত দুঃখজনক।”
জাতিসংঘের
ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি বলেন, “যদি জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে
এই অত্যাচার থামবে না। ধীরে ধীরে মুসলমানদের নিঃশেষ করে দেবে ইসরায়েল।”
মির্জা
আব্বাস বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি আসছে, তা দেখলে চোখে
পানি আসে। মানবতার বিরুদ্ধে এই বর্বরতা আর
সহ্য হয় না।”