ফিলিস্তিনের
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে, আর সেই সঙ্গে
বাড়ছে প্রাণহানির মিছিল। শিশু ও নিরীহ মানুষের
ওপর চলমান এই হামলার প্রতিবাদে
এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ (১০ এপ্রিল) রাজধানী
ঢাকায় র্যালি করছে
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বিকেলে
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি
শুরু হয়। র্যালিটি শান্তিনগর,
মৌচাক ও মগবাজার হয়ে
বাংলামোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে
দেখা যায়, র্যালিকে কেন্দ্র
করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে
জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, মাথায় বাঁধা কালো ফিতা এবং প্ল্যাকার্ডে লেখা নানা প্রতিবাদী বার্তা। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’—এই ধরনের স্লোগানে
মুখর করে তোলেন পুরো এলাকা।
র্যালিকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিএনপির
পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের। এই র্যালিতে
বিএনপির শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারাও
অংশ নিচ্ছেন।
দলটি
বলছে, ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই সংহতি র্যালির আয়োজন।