× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের আস্থা বেশি- আমীর খসরু

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচিত সরকারের প্রতি বিনিয়োগকারীদের বেশি আত্মবিশ্বাস (কনফিডেন্স) থাকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ ( এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।

বিনিয়োগ সম্মেলনে এক বক্তার বক্তব্যের উল্লেখ করে আমীর খসরু বলেন, "যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে, তাহলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। তাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।"

তিনি আরও বলেন, "আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেটি অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। এই প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা বেশি কনফিডেন্স পান। তারা চায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকুক।"

বিএনপির এই নেতা বলেন, "বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। আজকে বাংলাদেশে গার্মেন্টস শিল্প এবং প্রাইভেট সেক্টরে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আমাদের পলিসির কারণে সম্ভব হয়েছে।"

এছাড়া, বিএনপির শাসনামলে উচ্চ প্রবৃদ্ধির দাবি করে আমীর খসরু বলেন, "বিএনপি ক্ষমতা ছাড়ে ২১ বছর আগে, তখন বাংলাদেশে প্রবৃদ্ধি ছিল .০৬ শতাংশ। যদি সেই ধারায় এগিয়ে যেতাম, তবে আজকে বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হতো। কিন্তু বিগত সময়গুলোতে সেটি নষ্ট করে দেওয়া হয়েছে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.