গাজায়
চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (৮ এপ্রিল) ঢাকা
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে
তিনি এই মন্তব্য করেন।
তিনি দেশের জনগণসহ বিশ্বের সব মানুষের কাছে
ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে
একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সালাহউদ্দিন
আহমেদ বলেন, "প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিনে আশ্রিত ইসরায়েলিরা আজ ফিলিস্তিনিদেরকে তাদেরই দেশে
পরবাসী বানাচ্ছে। অথচ এই গণহত্যার বিরুদ্ধে
আজ বিশ্বের সকল পরাশক্তি নির্বিকার।"
তিনি
আরও বলেন, "সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোর নেতৃত্বদানকারী দেশগুলোর কাছে আমাদের আহ্বান, আপনারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে আওয়াজ তুলুন এবং ব্যবস্থা নিন। ইসরায়েলকে যারা অস্ত্র সাহায্য করছে, তাদের বাধ্য করুন যেন তারা ইসরায়েলকে আর কোনো মারণাস্ত্র
সরবরাহ না করে।"
সালাহউদ্দিন
আহমেদ অতিরিক্ত বলেন, "ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি মুছে দিয়েছিল, যার অর্থ ছিল— তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তবে তারা মুসলমানদের পক্ষে কান্না করতো। এছাড়া, ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র পেগাসাস ক্রয় করেছিল সেই সরকার।"