× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানাল ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

০৮ এপ্রিল ২০২৫, ১৬:১২ পিএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ ( এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই বিক্ষোভে নেতানিয়াহুর গ্রেপ্তার এবং গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ছাত্রদল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির প্রতি সংহতি জানাচ্ছে। তিনি আরও বলেন, গতকাল যারা বাটা, কেএফসি পিজ্জা হাটে হামলা চালিয়েছে, তাদের নিন্দা জানানোর পাশাপাশি বর্তমান সরকারের কাছে মব জাস্টিসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ফিলিস্তিনে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই নারী শিশু। তিনি জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর নীরবতাকে কটাক্ষ করেন এবং বিশ্বের মুসলিমদের ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণহত্যায় আমেরিকার মদদ অত্যন্ত নিন্দনীয়। তিনি মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ায়। তিনি ইসরায়েলের পণ্য বয়কট করার কথা বললেও, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হামলার নিন্দা করেন এবং সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা তুলে ধরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.