× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিঠ বাঁচাতে অনেকেই এখন বিএনপি দাবি করে- টুকু

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ২১:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অনেকে পিঠ বাঁচানোর জন্য বিএনপি দাবি করে, কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে যেন অনুপ্রবেশকারী বিএনপির মাঝে ঢুকতে না পারে। অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে সোচ্চার হতে হবে এবং বেড়ায় যেন খেত না খায়, তার দিকেও নজর রাখতে হবে।

আজ (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "আগামী বাংলাদেশের গড়ন হবে গণতান্ত্রিক, গণমানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ। আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলব।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ ছোহরাব, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ আরও অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.