থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে আশার আলো হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "এই বৈঠক হওয়া অত্যন্ত আনন্দের বিষয়, যা দুই দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে।" তিনি আরও বলেন, "ভূ-রাজনীতিতে বাংলাদেশ-ভারতের যে রাজনৈতিক অবস্থান, এই বৈঠক আমাদের আশার আলো দেখাচ্ছে।"
মির্জা ফখরুল আরও জানান, দুই দেশের সরকার প্রধানদের মধ্যে আন্তরিকতা দেখা গেছে এবং তিনি আশা করেন, দুই দেশের মধ্যে তৈরি হওয়া তিক্ততা কমে যাবে।
এর আগে, বিকেলে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বিএনপি গুরুত্বপূর্ণ মনে করছে।" তিনি জানান, বৈঠকটি প্রাসঙ্গিক ছিল এবং বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তিনি এটিকে ইতিবাচকভাবে দেখার কথা জানান।