× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়াউর রহমানের পর সবচেয়ে সফল সরকার ইউনূস সরকার- ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট

০৩ এপ্রিল ২০২৫, ২০:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে আগে কোনো সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) আসেনি। তাঁর মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন থেকে সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পর সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের সরকার, এবং এটি সময়ের ওপর নির্ভর করবে।

আজ (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির আয়োজিত সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের সরকার। যদি এ সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে ২-৩-৪ বছর ক্ষমতায় থাকতে পারে, তবে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালেয়শিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই পথে অনেকটা এগিয়ে যাবে।"

তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলো গত ১৬-১৭ বছর ধরে বলছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। তবে তরুণদের আকাঙ্ক্ষা, যা দেয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা নেই। তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও, মর্যাদার জায়গায় দুটিই সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।"

ব্যারিস্টার ফুয়াদ বলেন, "সংস্কার, বিচার, নির্বাচন—এই তিনটিকে আমি একে অপরের সাথে সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ৭১ এর মুক্তির লড়াই, ২৪ এর গণঅভ্যুত্থান। তবে এসব কাজ করতে হবে ঐকমত্যের ভিত্তিতে। একে অপরকে চাপিয়ে দিলে জাতি তা মেনে নেয় না।"

তিনি বলেন, "২৪ এর গণঅভ্যুত্থানে দুটি জনগোষ্ঠীর বড় অবদান রয়েছে। ১৬-১৭ বছর ধরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে ভোটের জন্য, নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য। হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। তাদেরও বড় অবদান রয়েছে। দ্বিতীয়ত, গত জুন, জুলাই, আগস্টে বাংলাদেশের আকাশে নতুন নক্ষত্র উঠে এসেছে—তারা আমাদের তরুণরা, যুবকরা, শিক্ষার্থীরা।"

এ সময় সংস্কার, নির্বাচন, বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। তার মতে, এ রোডম্যাপ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, "রাজনীতিবিদদের সম্মিলিত ব্যর্থতা ছিল বরিশাল অঞ্চলে। ৭১ এর চেয়েও জরাজীর্ণ অবস্থায় বাস করছি। ন্যূনতম সামাজিক, মানব মর্যাদা, সাম্য নিশ্চিত করতে পারেনি। ৭১ এর ব্যর্থতা ৯০ বা ২৪ জন্ম দিয়েছে।"

মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.