× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের দাবি বাংলাদেশের আপামর জনসাধারণের- টুকু

ডেস্ক রিপোর্ট

০৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৮ পিএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচনের দাবি বাংলাদেশের জনগণের মৌলিক দাবি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি এবং প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দেশের জনগণই করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দল হিসেবে সব সময়ই দাবি জানিয়ে আসছি যে, সরকার যেন দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে। আমরা এই সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। 

আজ (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, এই সরকার (অন্তর্বর্তী সরকার) ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাই যদি এই সরকার ব্যর্থ হয়, শহীদদের রক্ত বৃথা যাবে। 

টুকু আরও বলেন, শহীদরা যেই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি মনে করেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি, সরকার সময়মতো পদক্ষেপ নেবে। তবে, পরবর্তী সিদ্ধান্ত দলের পক্ষ থেকে কী হবে তা তার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রয়োগ করবে, এটিই সকলের প্রত্যাশা।

এক প্রশ্নের জবাবে টুকু বলেন, যারা ফ্যাসিবাদী মনোভাব পোষণ করে, তারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে বসে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, যাতে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি হয়। তিনি বলেন, সকল রাজনৈতিক নেতা এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র রুখে দেব।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.