× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ফ্যাসিবাদের পতন ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে'

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৫, ১৬:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফ্যাসিবাদের পতন ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে, জানিয়ে পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (৩০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পোস্টে তারেক রহমান লিখেন, “বীর জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে, দীর্ঘ দেড় দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষ এবারের ঈদুল ফিতর উদযাপন করছে।”

তবে তিনি আরও উল্লেখ করেন, "পবিত্র আনন্দের এই সময়ে অনেক মায়ের মনে আনন্দ নেই, অনেক পরিবারে ঈদের উৎসবের আমেজ নেই। কারণ, ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম, খুন, অপহরণ, জুলুম নির্যাতনে সন্তান হারানো লাখো পরিবার আজও অন্ধকারে।"

তবুও, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঈদ অন্যায়, অবিচার এবং সামাজিক অসাম্যের বিরুদ্ধে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.