× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘নির্বাচন নিয়ে বাঁধা আসলে আমাদের রাস্তায় নামতে হবে’

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৫, ১৪:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতির উদ্দেশে সম্প্রতি দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার এই বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত জরুরি। 

আজ (৩০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভূরাজনৈতিক কারণে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্বার্থে চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন। 

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, বরং জনগণের বৈধতা নিশ্চিত করতে নির্বাচনের দাবি করছে। তিনি এ সময় নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন। 

কিছু মহল সচেতনভাবে নির্বাচন পেছাতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, যদি নির্বাচন নিয়ে বাধা আসে, তবে বিএনপিকে রাস্তায় নামতে হবে। কিছু সরকারি সুবিধা দেওয়ার খবর পাচ্ছি, যা বিএনপির জন্য হতাশাজনক। কিছু উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

মহাসচিব আরও বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে, কিন্তু বিএনপি সবসময় বাংলাদেশপন্থী। দলটির জনপ্রিয়তা কমানোর জন্য নানা চেষ্টা চলছে, তবে সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.