× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়

ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৫, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা কিছুই নয়। তবে বিগত ১৫ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়া মানুষদের কাছে ২৪ একটি দ্বিতীয় স্বাধীনতা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আজ (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত বছরগুলোতে ভারতের স্বার্থ রক্ষা করেছে। তারা ভারতের সহায়তায় ক্ষমতায় ছিল, এবং তাদের খুশি করার জন্য শেখ হাসিনার পররাষ্ট্রনীতি ছিল সম্পূর্ণ নতজানু। তিনি উল্লেখ করেন, যদিও প্রতিবেশি হিসেবে ভারত সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তবে সম্পর্ক হওয়া উচিত সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। সীমান্ত হত্যা ও পানির ন্যায্যতা বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি, এবং বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার ভারতকে বুঝিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ তুলে, এসব ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, "যদি এখন বিচার না হয়, তবে আর কখনও তা হবে কিনা তা বলা মুশকিল।"

সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি ভারতকে সমালোচনা করে বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.