× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগ-জাপা ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের বিজয় হবে

ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি আজ (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এনসিপির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, আরিফুলসহ অন্যান্য জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আখতার হোসেন জানান, তিনি রংপুরে এসে নির্বাচনী গণসংযোগ করছেন এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এ সময় এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, "আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনটি নির্বাচনে জনগণের মতামত অগ্রাহ্য করা হয়েছে। তাদের একত্রীকরণে দেশের জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে এবং ফ্যাসিবাদী শক্তির হাতে দেশের শাসন চলে গেছে।"

আখতার হোসেন বলেন, "২০২৪ সালে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার পেছনে প্রধান মদদদাতা হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এসব হত্যাকাণ্ডে সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল। যাদের হাতেই গণতন্ত্রকে লুণ্ঠন করা হয়েছে, তারা কখনো গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।"

তিনি আরও বলেন, "কোনো গণতন্ত্রকামী দেশ বা জনগণ ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করার সুযোগ দেয় না। যদি ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে সেটিই গণতন্ত্রের জয় হবে।" আখতার হোসেন দাবি করেন, "আমরা দীর্ঘদিন ধরে বলছি, আওয়ামী লীগকে বিচার করা প্রয়োজন এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের কার্যক্রম এবং মতাদর্শের কারণে তারা আর বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নয়।"

নির্বাচনী প্রস্তুতি নিয়ে আখতার হোসেন বলেন, "দল গঠনের পর থেকে আমরা দেশে বিভিন্ন অঞ্চলে কমিটি গঠনের কাজ শুরু করেছি এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা আশাবাদী, খুব শিগগিরই নির্বাচনে নিবন্ধিত হওয়ার শর্তাবলী পূরণ করতে সক্ষম হব।"

এ সময় তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.