× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা দক্ষিণের মেয়র হলেন ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৫, ১৫:১৯ পিএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৫, ১৫:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করেছে আদালত। আজ (২৭ মার্চ) দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালত এই রায় প্রদান করে।

রায়ে আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে। একইসাথে, নির্বাচনের ফলাফলের গেজেট বাতিল করা হয়েছে এবং আগের মেয়র ফজলে নূর তাপসকে অবৈধ বলে রায় প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, "এই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। আজকের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে, মেয়র হিসেবে শপথ নেব কিনা, তা আমাদের দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।"

উল্লেখযোগ্য, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনঃভোটের দাবি নিয়ে মামলা দায়ের করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এই মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম, এবং দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.