ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, তিনি ক্ষমতার মসনদে বসার জন্য লড়াই করেছেন, দেশপ্রেমে নয়।
আজ (২৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে ৭ থেকে ২৩ মার্চ পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে কেন বসেছিলেন?" তার মতে, ওই মিটিংয়ের গোপন উদ্দেশ্য ছিল শেখ মুজিব পাকিস্তানের ক্ষমতার মসনদে বসার চেষ্টা করা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "জামায়াতে ইসলামীর বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো ঠিকানা নেই। যাদের ভারতে আর লন্ডনে দ্বিতীয় ঠিকানা রয়েছে, তারা যখন জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে, তখন এটি ভূতের মুখে রাম-রাম বলার মতোই।"
তিনি আরও বলেন, "ভারত আমাদের দেশকে স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, যার কারণে তাদের মিডিয়াতে নানা গুজব প্রচারিত হচ্ছে।"
দেশবাসীকে গুজবে কান না দিতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করার মিশনে না নেমে আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে।"
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, "যারা জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে, তাদের জামায়াতের গঠনতন্ত্র পড়ার আহ্বান জানাচ্ছি।"
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, "জামায়াতের বিরোধিতা করার আগে, জামায়াতের অবদান স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া কোনো সরকার গঠন করতে পারেনি, রাজপথে আন্দোলন করতে পারেনি। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রক্ত দিয়েছে, মাইর খেয়েছে।"
তিনি সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "মতপার্থক্য থাকতে পারে, তবে দেশ ও জাতির জন্য আমাদের এক হতে হবে।"
নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, "রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করলে, জামায়াত তাতেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে। তবে জামায়াত শুধুমাত্র নিয়ম রক্ষার নির্বাচন চায় না, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।"
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি শামছুর রহমান, কর্মপরিষদের সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ অন্যান্য মহানগর নেতারা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh