× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন সংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্য ‘অত্যন্ত অস্পষ্ট’

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫, ১৬:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে দেওয়া বক্তব্য "অত্যন্ত অস্পষ্ট"। তিনি বলেন, "এটা স্পষ্ট কিছু বলা হয়নি। ডিসেম্বর থেকে জুন—ছয় মাসের মধ্যে নির্বাচন হবে, তবে এটি কোন রোডম্যাপ নয়। আমরা বারবার বলেছি, নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন প্রয়োজন। তা না হলে চলমান সংকটগুলো অব্যাহত থাকবে।"

আজ (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। তিনি বলেন, "গতকাল (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার ভাষণে নির্বাচন সম্পর্কে বলেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এতে কোন স্পষ্ট রোডম্যাপ ছিল না।"

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, "বিএনপি নির্বাচনের কথা বলছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জাতির স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দিবে।"

তিনি বলেন, "আমরা হতাশ, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কোন উল্লেখ ছিল না। এছাড়া, তিনি একবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেননি, যা অত্যন্ত দুঃখজনক।" 

ফখরুল আরও বলেন, "আমরা চাই না যে আওয়ামী লীগ আবারও ইতিহাস বিকৃত করুক। আমরা বিশ্বাস করি, প্রকৃত সত্য উদঘাটিত হলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যা আমাদের সমস্যাগুলোর সমাধান করবে।"

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোটা জাতিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি অতি শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।"

এদিন শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী পুষ্পমাল্য অর্পণ করে ফাতেহা পাঠ করেন। 

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে, মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.