বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে হত্যাকারীদের সহযোগিতা করেছিল, তারা আজ গলা ফুলিয়ে কথা বলছে। তিনি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক করে বলেন, "ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না।"
আজ (২৫ মার্চ) সকালে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, "আওয়ামী লীগ কখনই গণতন্ত্রে বিশ্বাস করতো না, তাই আমরা কখনোই তাদের গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা ভাবতে পারি না।"
মির্জা ফখরুল আরও বলেন, "একটা পক্ষ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, যা আমরা মেনে নিতে পারি না।" তিনি বলেন, "কিছু কিছু মানুষ, দল এবং গোষ্ঠী চেষ্টা করছে আমাদের মনে করিয়ে দিতে যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিছুই ছিল না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ঘটনা আমরা ভুলে যেতে পারি না।"
তিনি আরও বলেন, "যারা সেদিন হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। আমি কারো নাম নিতে চাই না, তিক্ততা সৃষ্টি করতে চাই না। ইতিহাস, ইতিহাসই থাকে এবং তা বিকৃত করা সম্ভব নয়।"
১৯৭১ সালে জিয়াউর রহমানের কৃতিত্ব স্মরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, তা আমরা অর্জন করতে পারিনি, স্বাধীনতার জন্য বারবার সংগ্রাম করতে হয়েছে।"
এ সময় আমির খসরু বলেন, "জিয়াউর রহমান সমান অধিকার এবং সমতল ভূমি সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন আপসহীন নেতা।"