× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিন শেষে আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি জনগণ

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৫, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাকশালসহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অনেকবার হয়েছে, তবে জনগণ রাজপথে দাঁড়িয়ে সেই চেষ্টা ব্যর্থ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (২৩ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা হলো রাজনৈতিক দলগুলি তাদের স্বার্থে কাজ করবে। তিনি বলেন, “আমরা সংস্কারের বিষয়ে আলোচনা করছি, যেমন উচ্চ সংসদের প্রয়োজন, ক্ষমতার মেয়াদকাল নির্ধারণ, একজন ব্যক্তি কতবার নির্বাচিত হতে পারবেন ইত্যাদি। এসব আলোচনায় রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের সমস্যা নিয়ে আমাদের কথা বলা।

পলাতক স্বৈরাচারী দল দেশের সকল খাত ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছিল বলেই অভ্যুত্থান সম্ভব হয়েছে। দেশের যে সংস্কারের প্রয়োজন, তা প্রথমে বিএনপিই বলেছিল।" তিনি আরও বলেন, "দেশের সংকটকালীন সময়ে গণতান্ত্রিক সমমনা দলগুলো আলোচনা করে আড়াই বছর আগে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.