জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করা ছাত্রনেতাদের ক্ষেত্রে এই সময়ের ভুলগুলোকে
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। তিনি আজ (২৩ মার্চ) এনসিপির
সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
পাটোয়ারী
জানান, 'সেনাবাহিনীর সঙ্গে হাসনাত-সারজিসদের বৈঠকের বিষয়ে এনসিপি আগেই জানত।'
এদিন
যাত্রাবাড়ি জোন আয়োজিত এনসিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি আরও বলেন, 'আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার প্রচেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা তৃণমূলের নির্বাচনে আগ্রহী নয়, তারা নানা উপায়ে আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়।'
তিনি
আরও বলেন, 'আমরা অন্য সব দলের সঙ্গে
ঐক্যবদ্ধ আছি। আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। নির্বাচন চাচ্ছেন? রাজনৈতিক দলগুলোকে বলব, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।'
পাটোয়ারী
সরকারের সংস্কারের ক্ষেত্রে আরও দ্রুতগতিতে কাজ চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'নতুন মোড়কে আমরা আওয়ামী লীগকে চাই না।'