× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ - জাপাকে বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হবে না- জিএম কাদের

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের অর্ধেক জনগণ ভোটের বাইরে চলে যাবে, ফলে এমন নির্বাচন কখনোই অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না। তাই তিনি দাবি করেন, প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত।

গতকাল (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা মহানগর জাতীয় পার্টির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, এখন পর্যন্ত উত্তরপাড়ার রাজনীতিতে হস্তক্ষেপের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে নাগরিকদের বিভিন্ন সংকটের মুখে পড়তে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে কিছুটা নিরাপত্তা মিলেছে। তিনি বলেন, “এখন জনগণের একমাত্র ভরসা সেনাবাহিনী, কারণ বিপদের সময় তারা অন্তত পাশে দাঁড়ায়। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য বা তাদের কার্যক্রমে বাধা দেওয়া জনস্বার্থের বিপরীতে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা জনসমক্ষে থাকো, যাতে মানুষ তোমাদের ভুলে না যায়। যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের দুর্বল করতে চায়, আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলব। যেখানে বাধা আসবে, সেখানেই দাঁড়িয়ে প্রতিরোধ করব।"

গ্রেফতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিএম কাদের বলেন, ঢাকায় গেলে তাকে গ্রেফতারের আশঙ্কার কথা কেউ কেউ জানিয়েছেন। তবে তিনি গ্রেফতারের ভয় করেন না। তিনি বলেন, "রংপুরের মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। অতীতেও তারা এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। আবারও রংপুর থেকেই আন্দোলন শুরু হবে।"

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.