× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ২০:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল দাবি করেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা উচিত।

আজ (২০ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সময়, তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে আহ্বান জানান।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘‘বাংলাদেশে পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা ছিল, তবে শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েলে যাওয়ার সুযোগ তৈরি করেছেন।’’ তিনি মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘‘মুসলিমদের টাকায় ইসরায়েল অস্ত্র তৈরি করে এবং সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাই-বোনদের হত্যা করছে, যা মেনে নেওয়া যায় না।’’ ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক আন্তর্জাতিক চাপ তৈরি করার দাবিও জানান তিনি।

প্রতিবাদ সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা . খলিলুর রহমান মাদানী বলেন, ‘‘ইসরায়েল প্রথমে আরব ভূখণ্ড চেয়েছিল এবং তা দেওয়ার পর ফিলিস্তিনের নাগরিকদের ওপর বর্বর হামলা চালাচ্ছে।’’ তিনি বিশ্ব নেতাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট . হেলাল উদ্দিন বলেন, ‘‘ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা ধ্বংস করার লক্ষ্যে ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে নারী, পুরুষ, শিশু-কিশোর হত্যা করেছে।’’ তিনি ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি . শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘ইসরায়েলের মতো বাংলাদেশের জনগণের ওপরও আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে।’’ তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাদের ধ্বংসের যাত্রা শুরু হবে।’’

তিনি আরও বলেন, ‘‘মক্কা বিজয়ের মতোই ফিলিস্তিন শীঘ্রই বিজয় লাভ করবে।’’ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক . আব্দুল মান্নান, শামছুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.