× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে- তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১৯:৫৪ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৫, ২০:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে এবং এর ফলে দেশ আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়বে। তিনি আজ (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থিদের প্রতিহত করতে হবে এবং গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তিনি আরো বলেন, নির্বাচন না দেওয়ার কারণে ফ্যাসিস্টদের চরম বিদায় হয়েছে, তাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা ও কিছু রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে। তিনি সতর্ক করে বলেন, যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেয়া হয়, তবে তা জনগণের কাছে ভুল বার্তা পৌঁছাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.