× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা 'অনেকটা ভাল'

চিকিৎসকের সবুজ সংকেত পেলেই দেশে ফিরবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১৪:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

লন্ডনে বর্তমানে ভালো আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তবে তার দেশে ফেরার সময় চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন খালেদা জিয়া। বিদেশে বসে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী-সমর্থকরা।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন তিনি। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা প্রদান করছেন, এবং লন্ডনের বিশেষায়িত হাসপাতাল 'দ্য লন্ডন ক্লিনিক'-এর লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়মিতভাবে চিকিৎসকরা তার বাসায় গিয়ে তাকে পরীক্ষা করছেন, আর আপনজনদের সেবায় তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে এখন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, "বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমরা আশা করছি, চিকিৎসকদের অনুমতি পেলেই তার দেশে ফেরার ব্যবস্থা করা যাবে। দেশে ফেরার ব্যাপারে তিনি এবং তার পরিবার উভয়ই আগ্রহী।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.