× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের 'কিছু বিষয়ে' দলগুলোর মতবিরোধ না রাখার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫, ২০:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজনীতিতে ভিন্নমত থাকা সত্ত্বেও দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেদি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশআয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সময় জামায়াতের আমির বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় ঘোষণা করা হয়েছে। তিনি এই রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান, যাতে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা হলেও শান্তি পেতে পারেন।

ডা. শফিকুর রহমান ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য বলে উল্লেখ করেন এবং ধরনের মতবিনিময়কে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে প্রতিহিংসার স্থান নেই এবং মানবিকতার বিজয় প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.