জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি শ্রেণিকক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া, শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আস সাইফ বলেন, "বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে আমরা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। অনেক সময় 'শিবির ট্যাগ' পেয়েছি, এখনও পাই। তবে সত্য তুলে ধরতে কখনও পিছপা হইনি।"
জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, "প্রতিকূল সময়ে আমরা সাংবাদিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা চাই, আপনারা আমাদের ভুলত্রুটিগুলোও নির্ভয়ে তুলে ধরুন।"
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের বাস্তবতা তুলে ধরে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।"
তিনি আরও বলেন, "যদি আমাদের কোনো ভুলত্রুটি থাকে, তাহলে তা মিডিয়ায় তুলে ধরবেন। আমরা চাই, সাংবাদিকরা আমাদের ভুল ধরিয়ে সংশোধনের সুযোগ দিন। এই ক্ষেত্রে শিবির সবসময় আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকবে।"