বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনটির নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর কেন্দ্রীয়
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বাকের মজুমদার।
আজ
(২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির ঘোষণা
দেয়া হবে। সংবাদ সম্মেলন শুরুর আগে থেকেই সেখানে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
আবু
বাকের মজুমদার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি এক সময় গণতান্ত্রিক
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন।
নতুন
সংগঠনের নেতৃত্বে থাকছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির ও ছাত্র অধিকার
পরিষদের সাবেক নেতারা। তাদের পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যোগ
দিচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদেরও কেউ কেউ নতুন সংগঠনে অবস্থান নিয়েছেন।
গণতান্ত্রিক
ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হতে পারেন সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।
এদিকে,
আগামীকাল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে
যাচ্ছে, আর তার একদিন
আগেই ছাত্রদের নতুন ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করছে।