ছবিঃ সংগৃহীত।
আজ (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘‘এদেশে যেই জন্ম নিয়েছে, সেই এদেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের ভাগ বাটোয়ারা কোনো ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নই। অতীতের স্বৈরাচারী জাতি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে একে অন্যের সঙ্গে মুখোমুখি রেখেছিল। যে দেশে মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ বিশ্ব দরবারে সম্মানের সাথে দাঁড়াতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর চলে গেছে, আর কতদিন আমাদেরকে টুকরো টুকরো করা হবে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা কোনো মেজোরিটি বা মাইনোরিটি মানি না।’’
তিনি আরও বলেন, ‘‘২০২২ সালে পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের
সদস্যদের উদ্দেশে বলেন, তোমাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করেছি। যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।’’ এ সময় তিনি
নৌকাডুবির শিকার এক পরিবারের দুই
শিশুর সাবালক হওয়া আগ পর্যন্ত তাদের
পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
শফিকুর রহমান বলেন, ‘‘অনেকে মনে করে আমি হয়তো সরকার চালাই। না, আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। তবে আমাকে বোঝার ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। যখন কোনো দাবি যৌক্তিক মনে করি, তখন সেটাকে প্রাধান্য দিই। আপনাদের দাবির সঙ্গে আমিও একমত। ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণের মাধ্যমে যদি সরকার গঠন করা হয়, তাহলে আপনারা আর দাবি উত্থাপন
করবেন না, কারণ আপনাদের দাবি আমারও দাবি।’’ তিনি বলেন, ‘‘বৈষম্যহীন বাংলাদেশে সকল এলাকার উন্নয়ন হবে। কোনো এলাকা বঞ্চিত হবে না, সবাই পাবে ন্যায্যতা।’’
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি ছাত্র ভাইদের বলছি, একদিনের জন্যও তোমাদের বেকারত্বের অভিশাপ বহন করতে হবে না। পড়াশোনা শেষ করে তরুণরা সার্টিফিকেট নিয়ে বের হবে, সঙ্গে সঙ্গে তাদের কাজের ব্যবস্থা হবে।’’ মা-বোনদের উদ্দেশে
তিনি বলেন, ‘‘তোমাদের উন্নয়নই সমাজের উন্নয়ন। এমন মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই।’’
তিনি আরও বলেন, ‘‘পঞ্চগড় কৃষিভিত্তিক এলাকা। এখানে প্রচুর পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, কিন্তু সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। সরকারের কোনো উদ্যোগ নেই। যদি এসব পণ্য সংরক্ষণ করা হয়, তাহলে কৃষকরা ন্যায্য দাম পাবেন। এজন্য আমি দাবি জানাচ্ছি, পঞ্চগড়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। এতে কৃষকরা লাভবান হবে এবং শিক্ষা লাভ করে একজন কৃষিজীবী কখনও বেকার থাকবে না।’’
জনসভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ অন্যান্য নেতারা।
এছাড়া, জেলার ৫ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে জামায়াত, শিবির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দেন, এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh