× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জামায়াতের একাত্মতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬ পিএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একযোগে সারা দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আজ (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনেসম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচিতে এসে এই একাত্মতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। উল্লেখযোগ্য, নন-এমপিও শিক্ষকরা ১৪ দিন ধরে প্রেস ক্লাবের ফুটপাতে অবস্থান করছেন।

একাত্মতা ঘোষণা করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “নন-এমপিও শিক্ষকরা যে দাবি করছেন তা ন্যায্য দাবি। তারা তাদের অধিকার আদায়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে এসে রাজপথে আন্দোলন করছেন। দিনের পর দিন আন্দোলন করেও সরকারের কানে পানি ঢুকছে না। এটি ছিল সরকারের দায়িত্ব, দাবি আসার আগেই সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা উচিত ছিল। বাইরের দেশে শিক্ষকরা এমপিওভুক্ত হওয়ার জন্য কোনো দাবির মুখোমুখি হন না; এটি সরকারের নিজস্ব দায়িত্ব, যা শিক্ষা ব্যবস্থায় তাদের পালন করা উচিত।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনি তাদের কথা শুনুন এবং ন্যায্য দাবি মেনে নিন। আমাদের দুর্ভাগ্য, সুন্দরভাবে এবং ভালোভাবে দাবি জানালেও তা পূরণ হয় না। তবে আমরা আশা করছি, আপনাদের সেই পর্যায়ে যেতে হবে না।তিনি বলেন, “আমি অনুরোধ করি, আপনারা তাদের বা তাদের প্রতিনিধিদের সঙ্গে বসে কথা বলুন এবং দাবি পূরণ করুন। যদি না করেন, তবে এই আন্দোলন শুধু শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এতে সব শ্রেণির মানুষ একসাথে হবে।

এর আগে, অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম। তিনি বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, তবে গত চার বছর ধরে কোনো আবেদন নেওয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেওয়া হয়, তাহলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করা সম্ভব নয়।"

তিনি আরও বলেন, “নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা এবং সীমাহীন কষ্টের বিষয়টি চিন্তা করা প্রয়োজন। এজন্য এমপিও নীতিমালা ২০২১ এর সব শর্ত বাতিল করে, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের কষ্টের অবসান করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.