× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৮ ফেব্রুয়ারি আসছে নতুন রাজনৈতিক দল

ডেস্ক রিপোর্ট।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া ইভিনিউতে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

এ বিষয়ে আজ (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন বাংলাদেশের অন্যতম বৃহত্তম দাবি হলো একটি শক্তিশালী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, এবং জুলাই স্পিরিটকে সামনে রেখে যে আশা ছিল, তা পূরণ করতে হবে। এই লড়াই অনেক শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে, আর এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্মানজনক বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার।

সারজিস আলম আরও বলেন, "দীর্ঘকাল ধরে সংসদ ভবনকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে না দেখিয়ে, তা ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং দলীয় স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা চাই, সেই পরিস্থিতি পরিবর্তন করতে এবং একটি স্বচ্ছ, জনগণের স্বার্থে কাজ করা রাজনৈতিক দল গড়ে তুলতে।"

তিনি আরও জানিয়ে দেন, নতুন রাজনৈতিক দলের মূল লক্ষ্য হবে দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া, আর এটি হবে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠী বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে। এই শপথটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে, যা জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং অন্যান্য সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.