বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তর্ক, বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে
স্বৈরাচার কিংবা যারা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়।
আজ (২৪ ফেব্রুয়ারি)
সকালে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ
১৬ বছর পর খুলনা মহানগর
বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছাস। স্লোগান, মিছিলে উচ্ছসিত নেতাকর্মীরা। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে
খুলনা সার্কিট হাউস মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল ১১ টার মধ্যেই।
সমাবেশে
ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তর্ক, বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে
স্বৈরাচার কিংবা যারা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়। সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত
নির্বাচনের ব্যাবস্থা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপি
ক্ষমতায় গেল নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিভাগে কি কি করবেন
তা উল্লেখ করেন। অন্তবর্তী সরকারকে এসব বিষয়ে নজর দেয়ার পরামর্শ দেন তিনি।
গণতন্ত্র
যত প্রাক্টিস হবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া
স্বচ্ছ হবে উল্লেখ করে তারেক জিয়া বলেন, এ কারণেই বিএনপি
দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত করছে।
সমাবেশ
থেকে আগামী নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোটের আহ্বান জানান চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও
হাত উঠিয়ে ধানের শীষে ভোটের প্রতিশ্রুতি দেন।
বিকেলে
দ্বিতীয় অধিবেশনে খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক
পদে লড়বেন ১২ জন।