× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে- ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১ পিএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মধুর ক্যান্টিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল দাবি করেছে, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তারা আরো উল্লেখ করেছে, শিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের সময় শহীদ হন। ছাত্রদল আরও দাবি করে, জামায়াতে ইসলামী এবং তার ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেছিল। তাই শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত ও ছাত্রশিবিরের।

ছাত্রদল বলেছে, স্বাধীনতা বিরোধী সংগঠন ইসলামি ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন শহীদ মধুদা ও তার পরিবারের প্রতি অসম্মানজনক এবং নিন্দনীয়। তারা দাবি করে, শহীদদের আঙিনায় খুনির সহযোগীদের অবস্থান একেবারেই অগ্রহণযোগ্য।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, "অপারেশন সার্চলাইটে শহীদ মধুদা’র মতো অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, আর সেই প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে।"

তারা আরও উল্লেখ করেছেন, "মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.