× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন এই বৈষম্য?- ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও, ফ্যাসিবাদের কঠিন সাক্ষী জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি, এমন প্রশ্ন তুলে আজ (১৮ ফেব্রুয়ারি) পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "এখন পর্যন্ত ১৩ বছর কারাগারে বন্দী থাকা আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না?" কেন এই বৈষম্য?

পল্টন, বায়তুল মোকাররম, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, জিরো পয়েন্ট প্রেসক্লাব এলাকা বিক্ষোভে পরিণত হয়, যেখানে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হন। শফিকুর রহমান বলেন, "১৩ বছর ধরে আজহারুল ইসলাম কারাগারে আছেন, আর ১৩ মিনিটও তাকে সেখানে থাকতে দেওয়া যাবে না।"

তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদের কবলে ছিল, এবং প্রথমেই জামায়াতের নেতৃবৃন্দকে এক এক করে বন্দি করা হয়। সেই সময়ে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়।

শফিকুর রহমান উল্লেখ করেন, "আমরা অতীতে অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য দাবি জানিয়েছিলাম, তবে আজহারুল ইসলামের মুক্তি কখন হবে তা জানার অধিকার আমাদের রয়েছে।" তিনি বলেন, "আজহার ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত বিক্ষোভ এবং সমাবেশ অব্যাহত থাকবে।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা আশা করি সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেবেন। তাঁর জীবন থেকে ১৩টি বছর চলে গেছে, যেগুলো আর ফেরানো যাবে না।"

আমিরে জামায়াতের এমন ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত দলীয় নেতাকর্মীরা। সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করব, সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন। রাজনীতির মজলুম নেতৃবৃন্দকে যেভাবে একে একে মুক্তি দিয়েছেন তেমনিভাবে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে এক এক করে ১৩টি বছর হারিয়ে গেছে। এই ১৩টি বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না। আর ১৩ মিনিটও তিনি জেলের ভেতর থাকুক আমরা তা আর চাই না।

সময় তিনি বলেন, "আমরা ভদ্র, কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করা ঠিক নয়। গত ১৫ বছরে জামায়াতের নেতারা কোনও অপশক্তির কাছে মাথা নত করেননি, এবং আমরা সেই বীরদের উত্তরসূরি। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাঁকে মুক্তি দিন।"

দলীয় নিবন্ধন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, "কেন আমাদের নিবন্ধন আটকে রাখা হয়েছে? এই জুলুম কি নতুন সরকারও করবে? আমরা বাংলাদেশে আর বৈষম্য বরদাস্ত করব না, যতদিন না বৈষম্য নিরসন হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত সাড়ে ১৫ বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতেও ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনের শরিক হতেও ভয় করেন নাই, একটি মানবিক বৈষম্যহীন বাংলাদেশ না গড়া পর্যন্ত আপনারা কি লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? তখন সর্বস্বরে উপস্থিত নেতাকর্মীরা ''হ্যা'' যুক্ত স্লোগান দেন।

তখন জামায়াত আমির স্লোগান ধরে বলেন, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুগ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে আর কেউ চোখ রাঙ্গাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা অভিনন্দন জানাব। কিন্তু মেহেরবানি করে চোখ রাঙাবেন না। এই সংগঠন কারো চোখ রাঙ্গানি পরোয়া করে না।

জামায়াত আমির স্লোগান ধরে বলেন, "এই যুদ্ধ শেষ হয়নি, এটি চলবে ইনশাল্লাহ।" বিক্ষোভ সমাবেশের পর জামায়াতে ইসলামী নেতার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.