বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।
আজ
(১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানী ঢাকার পল্টন থেকে এই মিছিল শুরু
হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করে যমুনার সামনে দিয়ে পল্টনে এসে শেষ হবে।
এর
আগে, ১৭ ফেব্রুয়ারি এক
বিবৃতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল
করার জন্য নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণকে আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও বেশি
সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন
করা হয়েছে এবং তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়নি।
তিনি
আরও বলেন, দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার ৬ মাস ৯
দিন পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি।