আজ
(১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র
ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে
দলটির সেক্রেটারি জেনারেল
অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার জানিয়েছেন, জনগণ আগে স্থানীয়
সরকার নির্বাচন চায় তাই জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের
আগে বাংলাদেশ জামায়াত ইসলামীও স্থানীয় সরকার নির্বাচন চায়।
মিয়া গোলাম
পারওয়ার বলেন, জাতীয় নির্বাচনের
আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সমর্থন রয়েছে জামায়াতের। কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি,
জনগণের আকাঙ্ক্ষা, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে
সমর্থন ও সম্মান জানাই।
সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে তিনি
বলেন, পূর্বের তিনটি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি
ঘটবে যদি সংস্কার সঠিকভাবে না হয়। এ দেশে জনগণ ২ হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার
আহত জনতার রক্ত বৃথা যেতে দেবে না। এ জন্য আমরা বলেছি, সংস্কার সম্পূর্ণ করে, নির্বাচন
প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু করুক। আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের
কথা বলিনি। অনেকে এটা নিয়ে ভুল বোঝার চেষ্টা করেন। এটা (সংস্কার) করতে গেলে সময় লাগে,
এটা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।
নির্বাচনের সময় নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব
নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময়
যৌক্তিক প্রয়োজন, জমায়াতে ইসলামী সে সময় দিতে প্রস্তুত। আমরা কোনো দিন, মাস, ক্ষণ বেঁধে
দিইনি। সংস্কার ও নির্বাচনের জন্য ‘যৌক্তিক সময়’ নিয়ে জামায়াতে ইসলামী বরাবরই আগের
অবস্থানে রয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল।