× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, পাহারাদার হব- ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ পিএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ২১:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না। সবার সম্পদের পাহারাদার ও চৌকিদার হব।

আজ (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবোও না ইনশাআল্লাহ।

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সময় অন্যান্যের মধ্যে বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা বক্তব্য দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.