× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত আমাদের সাথে প্রতিবেশিসূলভ আচরণ করছে না- আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সম্পাদক মু.আতাউর রহমান সরকার বলেছেন, ভারত আমাদের সাথে প্রতিবেশিসূলভ আচরণ করছেনা। দেশকে গণতন্ত্রহীন করার অপচেষ্টা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা, টিপাইমুখী বাধ ফারাক্কা বাধ দিয়ে আমাদেরকে শুকিয়ে মারার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশপ্রেমিক জনতা তাদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ইনশাআল্লাহ।

আজ (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ চত্বরে শীতার্ত ৩৫নং ওয়ার্ডবাসীর মাঝে কম্বল উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম আকন্দ, সাংবাদিক রাশেদুল ইসলাম, জামায়াত নেতা আনোয়ার হোসেন আজিজ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম,আলমগীর হোসেন, কবির হোসেন প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ করেছে বেশি। হাতিরঝিল এলাকায় আসাদুজ্জামান কামাল শাওনরা উন্নয়নের পরিবর্তে বিভক্তি, সন্ত্রাসী কমকান্ড করেছে বেশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.