বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দিয়েছেন।
মির্জা ফখরুল তার বাণীতে বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করছি।”
ফখরুল বলেন, “শহীদ জিয়াউর রহমান তার জীবদ্দশায় ছিলেন জাতির দিশারী। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের ওপর আক্রমণ চালানোর পর, তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ, তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। তার অসীম বীরত্বের ফলে দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়।”
তিনি আরো বলেন, “স্বাধীনতা-উত্তর কঠিন সময়ে যখন দেশ এক গভীর সংকটে ছিল, জিয়াউর রহমান জাতির নেতৃত্ব গ্রহণ করেন। তিনি জনগণকে বিভ্রান্তি ও প্রতারণার শিকার হতে দেয়নি। ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন।”
ফখরুল আরও উল্লেখ করেন, “জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য ছিল- তিনি সব সংকটে দেশকে উদ্ধার করেছেন। ক্ষমতায় আসার পর তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লবসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চালান।”
“শহীদ জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন। তার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় ‘সার্ক’ গঠন করা হয়, যা তার দূরদর্শী পররাষ্ট্রনীতির এক উদাহরণ। জিয়াউর রহমানের সংগ্রামী জীবন দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে,” বলেন ফখরুল।
তিনি বলেন, “আজকের দিনে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সাহায্য করবে।”
“এই মহান নেতা শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো,” যোগ করেন তিনি।